(প্রতিবেদক)
মোঃ মোরসালিন, পূর্বধলা (নেত্রকোনা) নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জ বাজার এলাকায় পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্র থানা পুলিশ। আটককৃত আসামি রফিক মিয়া (৩৬), পিতা মৃত চানহর আলী, মাতা জোহরা খাতুন, গ্রামের বাড়ি পূর্বধলার গোয়ালাকান্দা।
পুলিশ জানায়, শ্যামগঞ্জ গরুহাটা এলাকার কাসেম কলোনির সামনে থেকে রফিক মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ১৬ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল আলম বলেন, "আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে"।
0 মন্তব্যসমূহ