গৌরীপুরে ট্রেনের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু - ভোরের সময় অনলাইন গৌরীপুরে ট্রেনের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


গৌরীপুরে ট্রেনের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু



স্টাফ রিপোর্টার: মোঃ মোরসালিনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে চাপা পড়ে রফিকুল ইসলাম (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুল ইসলামকে দুপুর থেকেই শ্যামগঞ্জ রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কম্পিউটার ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।

শ্যামগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি গৌরীপুর উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের রামচন্দ্রনগর গ্রামের বাসিন্দা, পিতা হায়দারুল ইসলাম ও মাতা রওশন আরা বেগম।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ