পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় ফাঁসিতে ঝুলে শহীদুল্লাহ জয় (১৮) নামে এক মুক্তিযোদ্ধা সন্তান আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাতে পূর্বধলা থানাধীন ৫ নং ধলামূলগাঁও ইউপি এর অন্তর্গত ৬ নং ওয়ার্ড কুমদী গ্রামে শুয়ার রুমে এ ঘটনা ঘটে।
নিহত জয় ঐ এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ রহিম মিয়ার ছেলে। ব্যক্তি সে জীবনে অবিবাহিত এবং ধান কাটার মেশিন হারভেস্টার এর চালক ছিলেন।
পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া করে জয় ঘুমাতে বসত বাড়ির ("বীর নিবাস") এর বসতঘরের উত্তর রুমে ভিতর থেকে দরজা বন্ধ করে একা ঘুমিয়ে পড়ে। সকালে মা সখিনা আক্তার দরজার সামনে গিয়ে ছেলেকে ঘুম থেকে উঠার জন্য ডাকতে থাকে। কোন সাড়া শব্দ না পেয়ে জানালার গ্লাস ফাঁকা করে খুলে দেখেন যে তার ছেলে শহীদুল্লাহ জয় রুমের ভিতর বৈদ্যুতিক পাখা এর সাথে তার মায়ের ব্যবহৃত হালকা গোলাপি ও বাদামি রঙের ওড়না দ্বারা ফাঁসিতে ঝুলে আছে।
এসময় তার মায়ের ডাক চিৎকারে আশেপাশের লোকজন সবাই এসে ভিকটিম শহীদুল্লাহ জয় এর থাকার রুমের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঝুলন্ত অবস্থায় জয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
0 মন্তব্যসমূহ