গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাছুয়াকান্দা গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ ও দেশীয় অস্ত্রসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে ১৮ ইঞ্জিনিয়ার্স ইউনিটের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর সাদমান ও ক্যাপ্টেন সজল। আটক ব্যক্তিরা হলেন—রং লাল (৪০), পিতা: শ্রীচরণ; সংকৃত (৫০), পিতা: মৃত গোলাপ; এবং বাদন (২৫), পিতা: রামু। তিনজনই স্থানীয় বাসিন্দা।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৮৩ কেজি বাংলা মদ, বিদেশি ব্র্যান্ডের মদ (AC Black), একটি চাইনিজ চাপাতি, একটি চাইনিজ কুড়াল, দেশীয় ছুরি, পিতলের প্লেট এবং মাদক প্যাকেজিংয়ে ব্যবহৃত পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটক তিনজনকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয় এবং জব্দকৃত সকল মালামাল থানায় জমা দেওয়া হয়।
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম আনোয়ার জানান, “আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই তাদের আদালতে পাঠানো হবে।”
0 মন্তব্যসমূহ